কেন্দ্রীয় প্রশিক্ষণ কর্মসূচির আওতায় সংগঠনের সর্বোচ্চ স্তরের জনশক্তিদের নিয়ে প্রশিক্ষণ ক্যাম্প সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ। ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই ক্যাম্প শেষ হয় আজ ২৬ ফেব্রুয়ারি ।
ক্যাম্পে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন, বিশিষ্ট লেখক ও চিন্তক মাওলানা লিয়াকত আলী, বিশিষ্ট লেখক ও চিন্তক ড. ফাহমিদ উর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জনাব আরিফুল ইসলাম অপু, লেখক হাসান আল ফিরদাউস, বিশিষ্ট লেখক ইফতেখার জামিল, যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, যুব মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আল আবিদ শাকির, আন্তর্জাতিক বিশ্লেষক মাওলানা রাকিব হাসানসহ সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ। এছাড়া অভিজ্ঞজনদের থেকে অভিজ্ঞতা অর্জন, গ্রুপ স্টাডি ও অ্যাসাইনম্যান্ট লেখাসহ প্রশিক্ষণমূলক বিভিন্ন প্রোগ্রামে পূর্ণ ছিল পাঁচ দিনব্যাপী এই ক্যাম্প।
সদ্য বিদায়ী কেন্দ্রীয় সভাপতিসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ ছাত্র মজলিস থেকে তাদের ছাত্রত্বের পরিসমাপ্তি ঘটিয়ে ব্যক্তিগত নেযামুল আ’মাল গ্রহণের মাধ্যমে বাংলাদেশ খেলাফত যুব মজলিসে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনী পর্বে সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ কামাল উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য ও সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবদুল্লাহ আশরাফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব মজলিসের কেন্দ্রীয় সহ প্রশিক্ষণ সম্পাদক ও সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোল্লা মুহাম্মাদ খালিদ সাইফুল্লাহ সহ খেলাফত ছাত্র মজলিসের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।