ছাত্র সংগঠন নিয়ে হাফেজ্জী হুজুরের বক্তব্যটি বর্তমান সময়ের জন্য নয়: আমীরে শরিয়ত শাহ আতাউল্লাহ দা.বা.
শাহ আতাউল্লাহ দা.বা.। হাফেজ্জী হুজুর রহ. এর সাহেবজাদা। খেলাফত আন্দোলনের আমির। জীবনের বহুটা সময় কাটিয়েছেন ইসলামী রাজনীতি ও আন্দোলনে। সেই হাফেজ্জী দিয়ে শুরু করে হেফাযত পর্যন্ত। আন্দোলনের পরিণামে কারাবরণ করেছেন স্বমহিমায়। দেখেছেন অতিকাছ থেকে ইসলামী আন্দোলনের রূপবসন্ত, দু:খভরা আষাঢ়। অভিজ্ঞতার জাম্বিলও বেশ ভারি। তাঁর জীবন সায়াহ্নে এসে সেই উত্থান পতন ভাঙ্গা গড়ার সুদিন দুর্দিনের বেশ …