বিপ্লবোত্তর সফলতা এখনো দৃশ্যমান হয়নি: মাওলানা ইউসুফ আশরাফ 

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে কেন্দ্রীয় শাখা প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২৯ নভেম্বর’ ২৪, শুক্রবার) সকাল আটটা থেকে রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরামে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আশিকুর রহমান জাকারিয়া এর স্বাগত বক্তব্য ও দারসুল কুরআনের মাধ্যমে প্রোগ্রামটি শুরু হয়। এরপর বিভাগীয় দায়িত্বশীলদের বিষয়ভিত্তিক আলোচনা শেষে সমাপনী অধিবেশনের মাধ্যমে শেষ হয়। 

মাওলানা জালালুদ্দিন আহমেদ

মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ কামাল উদ্দীন এর সভাপতিত্বে সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ। তিনি তার বক্তব্যে বলেন, বিপ্লোবোত্তর সফলতা এখনো দৃশ্যমান হয়নি। কারণ প্রশাসনের বিভিন্ন সেক্টরে বিগত স্বৈরাচারের বসিয়ে রাখা দোসররা এখনো সরেনি। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করে যাচ্ছে। এর একটি বহিঃপ্রকাশ ঘটেছে চট্টগ্রামে। ইসকন সন্ত্রাসী গোষ্ঠী। ইসকন ও সাধারণ হিন্দু এক নয়। ইসকনকে নিষিদ্ধ করতে হবে। শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যাকারীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

মুহাম্মাদ কামাল উদ্দীন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ ও মাওলানা তোফাজ্জল হুসাইন মিয়াজী। এছাড়া কেন্দ্রীয় দায়িত্বশীলগণসহ বিভিন্ন শাখার দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

শাখা প্রতিনিধিবৃন্দ

শেয়ার করুন

আরো পড়ুন

যোগদিন আমাদের সাথে

ইসলামের মূল তিন কাজ- তা’লীমে দ্বীন (দ্বীনের শিক্ষা), তাবলীগে দ্বীন (দ্বীনের দাওয়াত) ও তাগলীবে দ্বীন (দ্বীনের বিজয়) এর সমন্বয়ে ইসলামকে বিজয়ী করার জন্য পাঁচ দফা কর্মসূচি গ্রহণ করেছে। ১. দাওয়াত, ২. সংগঠন, ৩. প্রশিক্ষণ, ৪. সমাজকল্যাণ, ৫. আন্দোলন। আমি বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঘোষিত কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করছি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এ সংগঠনে যোগদান করছি।

Scroll to Top