বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের ২০২০-২১ ইং সেশনের কেন্দ্রীয় সভাপতি ও সভাপতি পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ সকালে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় সহযোগী সংগঠক সম্মেলনে নির্বাচিত সভাপতি মুহাম্মাদ জাকির হুসাইনকে শপথ পাঠ করান খেলাফত ছাত্র মজলিসের অভিভাবক পরিষদ সদস্য ও বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ মামুনুল হক
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালী, খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রাকীবুল ইসলাম, মাওলানা জাহিদুজ্জামান, সাবেক কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ, মাওলানা হাশমতুল্লাহ ফরিদী প্রমুখ।।
এর পূর্বে ২০২০-২১ সেশনের সভাপতি পরিষদ সদস্য হিসেবে নির্বাচিত হন মুহাম্মাদ আবরারুল হক নোমান ও মুহাম্মাদ মোশাররফ হুসাইন লাবীব।।
এসময় কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের অনুমোদনক্রমে আগামী সেশনের জন্য ১৩ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী গঠন করা হয়।