কেন্দ্র নিয়ন্ত্রিত সারাদেশের শাখা দায়িত্বশীলদের নিয়ে ষান্মাসিক বৈঠক করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস।
আজ (০৩ জানুয়ারী শুক্রবার) সকালে কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য আশরাফুল ইসলাম সা’দ এর পরিচালনায় কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য আব্দুল আজিজের দারসুল কুরআনের মাধ্যমে বৈঠক টি শুরু হয়। বৈঠকে শাখাগুলোর ষান্মাসিক রিপোর্ট গ্রহণ এবং এর উপর পর্যালোচনা করা হয়।
সমাপনী অধিবেশনে কর্মী থেকে সহযোগী সংগঠক এবং সহযোগী সংগঠক থেকে সংগঠক মানে মানোন্নয়ন এবং শপথ পাঠ করান কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ কামাল উদ্দীন।
কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ কামাল উদ্দীন এর সভাপতিত্বে সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোল্লা মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ। এছাড়াও বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।