বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নবনির্বাচিত মুহতারাম কেন্দ্রীয় সভাপতি ও সেক্রেটারি জেনারেলকে খেলাফত ছাত্র মজলিসের প্রাণঢালা অভিনন্দন
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস।
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ মোশাররফ হুসাইন লাবীব আজ এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের ২০২০-২১ সাংগঠনিক সেশনের অবশিষ্ট সময়ের জন্য নির্বাচিত মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ মনির হোসাইন ও মনোনীত সেক্রেটারি জেনারেল বিলাল আহমদ চৌধুরীকে শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।
অভিনন্দন বার্তায় তিনি বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস দেশের একটি ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন। বাংলদেশের ছাত্র রাজনীতিতে তাদের যথেষ্ঠ অবদান রয়েছে। আমরা নবনির্বাচিত নেতৃবৃন্দের হাত ধরে সংগঠনটি আরো গতিশীল হবে বলে আশাবাদী ।
আমরা বিশ্বাস করি, নবনির্বাচিত দয়িত্বশীলগন ইসলামী ছাত্র রাজনীতিতে পরিক্ষিত সৈনিক। তাঁরা ছাত্রসমাজকে সঠিক নেতৃত্বের মাধ্যমে বর্তমান দূর্যোগপূর্ণ অবস্থা থেকে উত্তরণে ভুমিকা রাখবেন।
খেলাফত ছাত্র মজলিস নবনির্বাচিত দায়িত্বশীলদের সার্বিক উন্নতি ও সফলতা কামনা করে।