ঢাকা বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ করেছে নতুন ছাত্রসংগঠন ‘স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদ’। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত ৮টায় সংগঠনটির ফেসবুক পেইজে ৩০ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণার মাধ্যমে সংগঠনটি যাত্রা শুরু করে। সংগঠক ও অ্যাক্টিভিস্ট জামালুদ্দিন মোহাম্মদ খালিদকে আহ্বায়ক এবং তরুণ লেখক ও সংগঠক হাসান ইনামকে সদস্য সচিব করে এই কমিটি ঘোষণা করা হয়। যুগ্ম আহ্বায়ক হিসেবে জান্নাতি বুলবুল, যুগ্ম সদস্য সচিব হিসেবে ফাতেমাতুল জান্নাত ইমা ও মুখপাত্র হিসেবে রয়েছেন তাশাহুদ আহমেদ রাফিম। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নবগঠিত এই ছাত্র সংগঠনের নবনির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারাকবাদ জানিয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ কামাল উদ্দীন ও সেক্রেটারি জেনারেল আশিকুর রহমান জাকারিয়া এক শুভেচ্ছা বিবৃতিতে বলেন, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ দীর্ঘ দেড় যুগ ধরে ক্যাম্পাসে কোনো ছাত্র সংগঠনকে মুভমেন্ট করতে দেয়নি। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ক্যাম্পাসে মুক্ত ছাত্র রাজনীতির সুযোগ তৈরি হচ্ছে। ছাত্রকল্যাণে কাজ করে যাওয়া ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাসে এক্টিভ হচ্ছে। ছাত্র রাজনীতির বিকাশে এটা একটি মাইলফলক হয়ে থাকবে। সেই ধারাবাহিকতায় গত মঙ্গলবার (১৯ নভেম্বর) স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদ নামে নতুন একটি ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। আমরা নবগঠিত এই সংগঠন ও নবনির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারাকবাদ জানাই।
বিবৃতিতে আরো বলা হয়, ক্যাম্পাসে বিগত জুলুম নির্যাতনের পুনরাবৃত্তি না চাইলে মুক্ত রাজনীতির সুযোগ প্রয়োজন। দেশের সকল মতের প্রকাশের সুযোগ ক্যাম্পাসে থাকা জরুরি। গতকাল (মঙ্গলবার, ১৯ নভেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরকে কেন্দ্র করে যা হয়েছে, তা একধরনের ফ্যাসিস্ট চরিত্রের বহিঃপ্রকাশ। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে এমন অসহিষ্ণুতা আমরা কোথাও দেখতে চাই না।