বৈষম্য দূর করার একমাত্র পথ হলো ইসলাম কায়েম করা: শায়খুল হাদীস মাওলানা আলী উসমান 

গতকাল (১৩ জানুয়ারী’ সোমবার) বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে নবীন আলেম সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর শায়খুল হাদীস মাওলানা আলী উসমান।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ কামাল উদ্দীন।

 

প্রধান অতিথির বক্তব্যে শায়খুল হাদীস মাওলানা আলী উসমান বলেন, পাঁচ‌ই আগস্টের গণ‌অভ্যুত্থানের মাধ্যমে এদেশের আলেম উলামা আপামর জনতা সকলের দিলের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। দীর্ঘদিনের জালেমের বিদায় হয়েছে। বৈষম্যহীন সমাজ গড়া মূলত ইসলামের ধারণা। ইসলাম বৈষম্য বিরোধী। ইসলাম ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়। ইসলাম শান্তি প্রতিষ্ঠা করতে চায়। এই বৈষম্য দূর করার একমাত্র পথ হলো ইসলাম কায়েম করা। ইসলাম ছাড়া শান্তি আসবে না।

মুহাম্মাদ কামাল উদ্দীন

প্রধান আলোচকের বক্তব্যে মুহাম্মাদ কামাল উদ্দীন বলেন, রক্তস্নাত একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি। গণ‌অভ্যুত্থানে যারা হত্যাকারীর ভূমিকায় ছিল তাদের বিচার এখনো আমাদের সামনে দৃশ্যমান না। গত হ‌ওয়া ফ্যাসিবাদ যা করেছে, যেভাবে তারা লজ্জাজনকভাবে দেশ ছেড়ে পালিয়েছে, লজ্জা থাকলে তারা এদেশে ফিরে আসার কথা না। কিন্তু এই চক্ষু লজ্জা থাকলে তো দীর্ঘদিন এই দেশকে শোষণ করত না। তাই পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারকে কঠোর হতে হবে। তাদের শাস্তি নিশ্চিত করতে হবে ।

মাওলানা রিদ‌ওয়ানুল ওয়াহেদ

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মাওলানা শরীফ, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওজায়ের হামীদি, বাংলাদেশ খেলাফত যুব মজলিস চট্টগ্রাম মহানগরের সভাপতি মাওলানা রিদওয়ানুল ওয়াহিদ, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আরিফ মাহমুদ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মাওলানা আবারারুল হক আরিফ, কেন্দ্রীয় সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহ মুহাম্মাদ জুনায়েদ, কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক রবিউল ইসলাম, চট্টগ্রাম জেলার সাবেক সভাপতি মাওলানা আবু সুফিয়ানসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

অডিয়েন্স

শেয়ার করুন

আরো পড়ুন

যোগদিন আমাদের সাথে

ইসলামের মূল তিন কাজ- তা’লীমে দ্বীন (দ্বীনের শিক্ষা), তাবলীগে দ্বীন (দ্বীনের দাওয়াত) ও তাগলীবে দ্বীন (দ্বীনের বিজয়) এর সমন্বয়ে ইসলামকে বিজয়ী করার জন্য পাঁচ দফা কর্মসূচি গ্রহণ করেছে। ১. দাওয়াত, ২. সংগঠন, ৩. প্রশিক্ষণ, ৪. সমাজকল্যাণ, ৫. আন্দোলন। আমি বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঘোষিত কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করছি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এ সংগঠনে যোগদান করছি।

Scroll to Top