পেশী শক্তিকে পুঁজি করে আর কোন রাজনীতি আমরা দেখতে চাই না —বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস 

আজ ১৮ ফেব্রুয়ারি’২৫ কুয়েটে ছাত্রদের উপর হামলার প্রতিবাদে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে পৃথক তিনটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ।

মিছিল পরবর্তী সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আমরা যে উদ্দেশ্যকে সামনে রেখে গত কয়েকদিন পূর্বে এ দেশ স্বাধীন করেছি সেই উদ্দেশ্য আজ বিলুপ্তপ্রায়। ক্যাম্পাসগুলোতে এক ফ্যাসিবাদ বিলুপ্তির পর আরেক ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে পাচ্ছি।আমাদের স্পষ্ট বক্তব্য হল যেখানেই জুলুম সেখানেই প্রতিবাদ। আমরা কোন দল বা ব্যক্তির বিরুদ্ধবাদী শক্তি নই। আমাদের জোর দাবি হলো, আজকে যাদের হাতে আমার কুয়েটের ভাইদের রক্ত ঝরেছে তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

 

তারা আরো বলেন, শিক্ষা সন্ত্রাস একসাথে চলতে পারে না। পেশী শক্তিকে পুঁজি করে আর কোন রাজনীতি আমরা দেখতে চাই না । সুতরাং আগামী দিনে আদর্শ ও প্রশিক্ষণ ভিত্তিক দক্ষ ছাত্র রাজনীতির কোন বিকল্প নেই।

ঢাকা মহানগর পশ্চিম

রাত আটটায় ঢাকার মোহাম্মদপুরে ঢাকা মহানগর পশ্চিমের উদ্যোগে শাখা সভাপতি সাখাওয়াত হুসাইন এর সভাপতিত্বে মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ দিদারুল ইসলাম, কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মুহাম্মাদ রবিউল ইসলাম, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক মুহাম্মদ সাইফুল্লাহ, কেন্দ্রীয় মাদরাসা বিষয়ক সম্পাদক মোহাম্মদ মুশতাক আহমদসহ মহানগরের অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

ঢাকা মহানগর দক্ষিণ/পূর্ব

রাত দশটার দিকে ঢাকা মহানগর দক্ষিণ ও পূর্বের উদ্যোগে শাখার সহ-সভাপতি শহিদুল ইসলাম এর সভাপতিত্বে জাতীয় প্রেসক্লাবে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মুহাম্মাদ আব্দুল আজিজ, আশরাফুল ইসলাম সাদ, কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ আবদুল হাই, যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নাইম উদ্দীন, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুনসহ প্রমুখ।

ঢাকা মহানগর উত্তর

রাত দশটায় ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে উত্তরায় শাখার পাঠাগার সম্পাদক মুহাম্মাদ আবু হুরায়রার সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তরের প্রশিক্ষণ সম্পাদক মুফতি নেয়ামতুল্লাহ আমীন, যুব মজলিস ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হুজায়ফা, উত্তরা থানা সহ-সভাপতি মাওলানা ফজলুল হক সিদ্দিকী, ছাত্র মজলিস ঢাকা মহানগর উত্তরের প্রচার সম্পাদক মুহাম্মদ হানজালা আল ফিদা, মুহাম্মাদ তোফাজ্জল হুসাইন প্রমুখ।

আহতদের পাশে খুলনা খেলাফত ছাত্র মজলিস

আজ রাত আটটার দিকে সন্ত্রাসী হামলায় আহত শিক্ষার্থীদের স্বাস্থ্যের খোঁজখবর নিতে খুলনা মেডিকেল কলেজে যান বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের দায়িত্বশীলবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা মুহিব্বুল মুরসালিন, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস খুলনা জেলার সভাপতি আরিফুল ইসলাম কাশফী, খুলনা মহানগর সভাপতি রিদওয়ান আমীন, সাংগঠনিক সম্পাদক তাহসিন আহমাদ প্রমুখ।

শেয়ার করুন

আরো পড়ুন

যোগদিন আমাদের সাথে

ইসলামের মূল তিন কাজ- তা’লীমে দ্বীন (দ্বীনের শিক্ষা), তাবলীগে দ্বীন (দ্বীনের দাওয়াত) ও তাগলীবে দ্বীন (দ্বীনের বিজয়) এর সমন্বয়ে ইসলামকে বিজয়ী করার জন্য পাঁচ দফা কর্মসূচি গ্রহণ করেছে। ১. দাওয়াত, ২. সংগঠন, ৩. প্রশিক্ষণ, ৪. সমাজকল্যাণ, ৫. আন্দোলন। আমি বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঘোষিত কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করছি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এ সংগঠনে যোগদান করছি।

Scroll to Top