আলহামদুলিল্লাহ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নরসিংদী জেলা শাখার উদ্যোগে আয়োজিত দুইদিনব্যাপী কর্মী কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। কর্মশালাটি ৪ জুন ২০২৫, বুধবার থেকে শুরু হয়ে ৫ জুন বৃহস্পতিবার পর্যন্ত চলমান ছিল।
প্রথম দিনের কর্মশালা পরিচালনা করেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হুজাইফা । সভাপতিত্ব করেন নরসিংদী জেলা শাখার সম্মানিত সভাপতি মুহাম্মদ রিফাত হোসাইন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস-এর কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ আব্দুল আহাদ।
কর্মশালায় গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন বাংলাদেশ খেলাফত মজলিস নরসিংদী জেলার সেক্রেটারি মুহাম্মদ ইলিয়াস শেরপুরী। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস নরসিংদী জেলা শাখার সভাপতি হাশমতুল্লাহ ফরিদি, মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দিন, মাহমুদুল হাসান সিনান এবং জেলা ও থানা পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীলগণ।
এ কর্মশালার মাধ্যমে কর্মীদের মাঝে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, আদর্শিক চেতনা জাগরণ এবং দায়িত্ব পালনের প্রেরণা জোরদার হয়।
আল্লাহ তাআলার দরবারে কামনা, তিনি যেন এ কর্মশালাকে আমাদের জন্য কল্যাণ ও সফলতার উসিলা হিসেবে কবুল করেন। আমীন।