গা কাপানো শীতের মধ্যে দিনাতিপাত করছে উত্তরবঙ্গের সাধারণ মানুষ। এ অঞ্চলে শীতের তীব্রতা অন্য অঞ্চলের তুলনায় অনেক বেশি। এখানে শীত আগে আসে পরে যায়। এ সকল শীতার্তদের পাশে দাঁড়াতে শীতবস্ত্র বিতরণের কর্মসূচী ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস।
শীতবস্ত্র কর্মসূচির আওতায় আজ রবিবার (১৯/০১/২৫ইং) দিনাজপুর সদর, বিরল ও সেতাবগঞ্জ উপজেলার সাধারণ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ কামাল উদ্দীন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও দিনাজপুর জেলা সভাপতি মাওলানা রেজাউল করীম, কেন্দ্রীয় অফিস সম্পাদক মুহাম্মাদ হাবিবুল্লাহ মিসবাহ ও কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক মুহাম্মদ সাইফুল্লাহসহ স্থানীয় ওলামায়ে কেরাম।