পবিত্র ঈদুল ফিতর উদ্যাপনে ইসলামবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস। গতকাল ৩১ মার্চ’২৫ সোমবার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজ, সভাপতি পরিষদ সদস্য আশরাফুল ইসলাম সাদ ও মাহদী হাসান শিকদার এক বিবৃতিতে বলেন, দীর্ঘ এক যুগ পর বাংলাদেশের মানুষ মুক্ত স্বাধীন অবস্থায় স্বস্তিতে ঈদ উদযাপন করতে পেরেছে। মানুষের মধ্যে ঈদের আনন্দ যথাযথভাবে পৌঁছে দিতে বর্তমান সরকারের সর্বোচ্চ চেষ্টা ছিল বলে আমরা মনে করি। নগরবাসীকে খোলা বিস্তৃত প্রান্তরে ঈদ জামাত আদায়ের সুযোগ করে দেওয়া ও ঈদ পরবর্তী বিভিন্ন বিনোদনমূলক আয়োজন প্রশংসার দাবি রাখে। আমরা আশাবাদী, এ প্রচেষ্টা আগামীতেও বহাল থাকবে।
ঈদ আনন্দ মিছিলে মূর্তির উপস্থিতির নিন্দা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, একটা বিষয় আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, কিছু আয়োজনে ইসলামের মৌলিক আদর্শ ও মূল্যবোধের পরিপন্থী উপকরণ সংযোজন করা হচ্ছে। বিশেষত, পৌত্তলিকতার প্রতীক হিসেবে ব্যবহৃত মূর্তি ও প্রাণীর ভাস্কর্য ইসলামের তৌহিদি চেতনার বিপরীত, যা মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় চেতনায় আঘাত হেনেছে। আমরা আগামীতে যেকোনো জাতীয় আয়োজনে সংখ্যাগরিষ্ঠ মুসলমান জনগোষ্ঠীর বোধ ও বিশ্বাসের বিপরীত কার্যক্রম থেকে সরকারকে বিরত থাকার জোর দাবি জানাই। আমরা আশাবাদী, যেকোনো জাতীয় আয়োজনে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে তাদের বিশ্বাস বিরোধী কার্যক্রম থেকে রাষ্ট্র বিরত থাকবে।
পরিশেষে, নেতৃবৃন্দ দেশ জাতির কল্যাণ ও বর্তমান স্থিতিশীল স্বস্তিকর পরিবেশের ধারাবাহিকতা কামনা করেন।
বার্তা প্রেরক
সাখাওয়াত হুসাইন হাসিব
কেন্দ্রীয় প্রচার সম্পাদক, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস
01756-716610