আমাদের কার্যক্রম

লক্ষ্য অর্জনের ক্রমধারা

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস তার অভিষ্ঠ লক্ষ্যপানে পৌছার সুবিধার্থে তার পদক্ষেপকে চার ধাপে বিণ্যস্ত করেছে।   

১.  ইসলামের জন্য নিবেদিতপ্রাণ যোগ্য ব্যক্তি গঠন।

২. আদর্শ ইসলামী সমাজের পরিবেশ গড়া।

৩. বাতিল প্রতিরোধ ও ইসলামের গৌরব রক্ষায় বলিষ্ঠ ভূমিকা পালন।

৪. রাষ্ট্র ও সমাজের সর্বক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বাত্মক সংগ্রাম করা।

 

পাচঁ দফা কর্মসূচী 

এই চারটি ধাপ অতিক্রম করার জন্য বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস প্রণয়ন করেছে সুচিন্তিত পাঁচ দফা কর্মসূচী –

দাওয়াত: ছাত্র সমাজের কাছে ইসলামের দাওয়াত ও ইসলামকে বিজয়ী করার লক্ষ্যে সংঘবদ্ধ হওয়ার আহŸান জানানো।

সংগঠন: সংগঠনের দাওয়াত গ্রহনকারী ছাত্রদেরকে সংগঠিত করা।

প্রশিক্ষণ: সংগঠিত ছাত্রদেরকে ইসলামী  আন্দোলনের প্রশিক্ষিত জনশক্তিরুপে গড়ে তোলা।

সমাজকল্যাণ: সমাজের সর্বশ্রেণীর মানুষের প্রতি দায়িত্ব পালন ও ইসলামী আন্দোলনের অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য জনকল্যাণমূলক কাজ করা।

আন্দোলন: অন্যায়ের প্রতিবাদ ও ইসলামের গৌরব রক্ষায় বলিষ্ঠ ভূমিকা পালন এবং খেলাফত কায়েমের লক্ষ্যে সর্বাত্মক আন্দোলন গড়ে তোলা।

Scroll to Top